ব্রাত্যজন রিসোর্স সেন্টার এর প্রকাশনা উৎসব
এলড্রিক বিশ্বাস:
আজ ২৮ মে, ২০২২ খ্রীষ্টাব্দ সকাল ১০ টায় ঢাকার সিরডাপ মিলনায়তনে ব্রাত্যজন রিসোর্স সেন্টার এর উদ্যোগে ১৩ টি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। সেন্টার ফর এনভায়রমেন্ট অ্যান্ড হিইম্যান ডেভলপমেন্ট (সেড) এর সহযোগী প্রতিষ্ঠান ব্রাতজন রিসোর্স সেন্টার (বিআরসি) সমাজের প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে গবেষণার মাধ্যমে কাজ করছে।
অনুষ্ঠানের সভাপতি ও সঞ্চালক ছিলেন ডক্টর হোসেন জিল্লুর রহমান, নির্বাহী সভাপতি, পিপিআরসি ও বিশিষ্ট অর্থনীতিবিদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিশিষ্ট অর্থনীতিবিদ, বিশেষ অতিথি খুশী কবীর, সমন্বয়কারী, নিজেরা করি এবং বাংলাদেশ সমন্বয়কারী, ওয়ান বিলিয়ন রাইজিং, অধ্যাপক মোঃ গোলাম রহমান, সম্পাদক, দৈনিক আজকের পত্রিকা এবং প্রাক্তন প্রধান তথ্য কমিশনার, জেরোমি অপ্রিটেসকো, ডেপুটি হেড অব মিশন, ডেলিগেশন অব দ্য উইরোপীয়ান ইউনিয়ন টু বাংলাদেশ, ডক্টর লিলি নিকোলস, বাংলাদেশে কানাডীয় হাই কমিশনার।
অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের জীবন যাপনে অবহেলার বিষয় তুলে ধরেন। এর পর ছিল বাত্যজনের ১৩ টি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ পাঠ করেন সেড এর পরিচালক মিঃ ফিলিপ গাইন। পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
আহার পর্বের পরে ছিল গবেষণা -ভিত্তিক প্রকাশনা নিয়ে আলোচনা, আলোচনায় অংশ নেন তপন দত্ত, সহ-সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সেন্টার ও সুনীল বিশ্বাস, প্রতীক থিয়েটার। সবশেষে ধন্যবাদ জানান ফিলিপ গাইন।
News Link: bdchristiannews.net