Sylvan Tears (Aranyer Artonad)

 Sylvan Tears (Aranyer Artonad)

 Sylvan Tears (English)

40-minute documentary film on Modhupur sal forest, its demise and the forest villagers  (Bangla and English)  Direction: Philip Gain
Editing: Ronald Halder
Production and copyright: Society for Environment and Human Development (SEHD), 2005.

The documentary film, ‘Sylvan Tears’ produced by Society for Environment and Human Development (SEHD) shows the current condition of the Modhupur sal forest, its demise and strained relationship between the forest villagers and the Forest Department. The stories of victims of physical violence including killings and forest cases and underlying factors for phenomenal destruction of Modhupur sal forest is at the centre of the documentary film. Of 5,000 forest cases in entire Tangail district, 4,500 are in Modhupur sal forest area. The victims of forest cases narrate their insurmountable sufferings in the documentary film.

The key underlying factors for demise of Modhupur forest are rubber plantation that was initiated in 1986, social forestry beginning in 1989, and commercial scale plantation of banana, pineapple and spices in place of natural forest of sal-gajari.  

The characters of the documentary film are seen in deep grief. They appeal to the government to save Modhupur forest and the forest people.

YouTube link:  Sylvan Tears

অরণ্যের আর্তনাদ (সিলভান টিয়ারস)

মধুপুর শালবন, এর বিনাশ এবং অরণ্যচারী মানুষের বিপন্নতা নিয়ে প্রামাণ্যচিত্র (৪০ মিনিট, বাংলা ও ইংরেজি)

চিত্রনাট্য ও পরিচালনা: ফিলিপ গাইন
সম্পাদনা: রোনাল্ড হালদার
প্রযোজনা ও স্বত্ব: সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড), ২০১৮

সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) প্রযোজিত “অরণ্যের আর্তনাদ” (সিলভান টিয়ারস) শীর্ষক প্রামাণ্যচিত্রে মধুপুর শালবনের বর্তমান অবস্থা, এর বিনাশ এবং অরণ্যচারী মানুষ ও বন বিভাগের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের চিত্র তুলে ধরা হয়েছে। এতে টাঙ্গাইল জেলার মধুপুরে প্রাকৃতিক বন ধ্বংস করে সামাজিক বনায়নের আদ্যোপান্ত, বনমামলা এবং বনবাসী মানুষের হয়রানি চিত্রায়িত হয়েছে।

এ প্রামাণ্যচিত্রে হত্যা ও বন মামলাসহ অরণ্যচারী মানুষের উপর চালানো শারীরিক নির্যাতনের ঘটনা এবং মধুপুর শালবনের নজিরবিহীন বিনাশের পেছনে যেসব গুরুতর কারণ রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। পুরো টাঙ্গাইল জেলায় বন মামলার সংখ্যা পাঁচ হাজারের মতো, যার সাড়ে চার হাজারই মধুপুর শালবন এলাকায় বসবাসকারী মানুষদের বিরুদ্ধে। প্রামাণ্যচিত্রে বন মামলার আসামিরা তাদের সীমাহীন দুর্ভোগের কথা তুলে ধরেছেন।

মধুপুর বন বিনাশের পেছনে প্রধান যেসব কারণ সেগুলো হলো: ১৯৮৬ সাল থেকে শুরু হওয়া রাবার চাষ, ১৯৮৯ সাল থেকে চালু হওয়া সামাজিক বনায়ন এবং শাল-গজারি বিশিষ্ট প্রাকৃতিক বনের জায়গায় বাণিজ্যিক ভিত্তিতে কলা, আনারস ও মসলার চাষ।

প্রামাণ্যচিত্রে মধুপুরের নিপীড়িত মানুষের হাহাকার দেখা যায়। রাষ্ট্রের কাছে সেখানকার মানুষের প্রধান আবেদন বনভূমি ও অরণ্যচারী মানুষের সুরক্ষা।

YouTube link: অরণ্যের আর্তনাদ (সিলভান টিয়ারস)

Mandi

Mandi

Mandi (English)

28-minute documentary film on Modhupur Sal forest and the Garos (Bangla and English)  Direction and photography: Ashfaque MunirResearch: Philip Gain, Shishir Moral and Benedect MangsangEditing: Kazi Belal UddinProduction and copyright: Society for Environment and Human Development (SEHD), 1994

A 28-minute documentary film on the struggle of the matrilineal Garos and the destruction of a unique sal forest in Mymensingh and Tangail districts of Bangladesh. Of approximately 100,000 Garos in Bangladesh, around 15,000 live in the Modhupur sal forest villages (as of 1994). Not many years ago, huge sal, other timber trees and medicinal plants covered the third-largest forest of Bangladesh, the Modhupur forest. By the time the documentary was made (1994) vast areas lied denuded or sparsely covered by trees and undergrowth. The government’s commercial plantation programs in the name of ‘community’ or ‘social forestry’ have generated some patches of exotic species, causing further harm to the natural forests.

To follow on what happened to Modhupur sal forest since the making of MANDI, watch Stolen Forest (first part on sal forest) and Sylvan Tears (on Modhupur) made in 2019.

YouTube link Mandi: https://www.youtube.com/watch?v=cCNhVqCs1GU

 

মান্দি (বাংলা)

মধুপুর শালবন ও এ বনের আদি বাসিন্দা গারোদের নিয়ে প্রামাণ্যচিত্র (২৮ মিনিট, বাংলা ও ইংরেজি)

পরিচালক ও চিত্রগ্রাহক: আসফাক মুনীর
সম্পাদনা: কাজী বেলাল উদ্দীন
চিত্রনাট্য: কুররাতুল-আইন-তাহমিনা, আলী রিয়াজ ও ফিলিপ গাইন
গবেষক: ফিলিপ গাইন, শিশির মোড়ল ও বেনেডিক্ট মাংসাং
প্রযোজনা ও স্বত্ব: সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড), ১৯৯৪

এ প্রামাণ্যচিত্রে মধুপুর গড়ে নজীরবিহীন বনবিনাশ, এশীয় উন্নয়ন ব্যাংকের প্রকল্প-সাহায্যে বিদেশী প্রজাতির গাছ দিয়ে বাণিজ্যিক বনায়ন, বনের মানুষের টিকে থাকার প্রাণান্তকর চেষ্টা ইত্যাদি চিত্রায়িত হয়েছে।

মধুপুর গড় ঐতিহ্যবাহী শালবনের প্রতীক। শালবনের অবশিষ্টাংশ এখনো দেখা যায় টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, রংপুর এবং বৃহত্তর ঢাকা জেলায়। ঢাকা থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরে মধুপুর শালবন ঝরাপাতার বন বলে পরিচিত। এক সময় বিরল প্রজাতির প্রাণী এবং জীব-বৈচিত্র্যের জন্য এই বন ছিল অনন্য। বর্তমানে (১৯৯৪) সেই বনের অবস্থা একেবারেই মলিন। বিরল প্রজাতির জীবজগৎ ও জীব-বৈচিত্র্যের সামান্যই অবশিষ্ট আছে।

ভারত এবং বাংলাদেশে বসবাসরত তিব্বতি-বর্মণ ভাষাভাষী গারোদের সংখ্যা আট লাখের মতো। বাংলাদেশে এদের সংখ্যা লাখ খানেক। এর মধ্যে হাজারের মতো বাস করে মধুপুর বনে (এ পরিসংখ্যান ১৯৯৪ সালের)। এক সময় মধুপুর গড় ছিল কেবল গারোদের আবাসস্থল। বর্তমানে বাঙালিদের সংখ্যা গারোদের কয়েকগুণ।

`মান্দি’ ছবিতে যারা কথা বলেছেন তারা ‘বনের সন্তান’। সমৃদ্ধ ও অনন্য শালবন ধ্বংস করে কেন বাণিজ্যিক বনায়ন করা হচ্ছে তা তাদের কাছে বোধগম্য নয়। এই বনায়নের ফলে শুধুমাত্র আদিবাসীদের অস্তিত্বই হুমকির মুখোমুখি হয়নি বরং বনায়ন করতে গিয়ে বন বিভাগ বন সম্পদে আদিবাসীদের সনাতন অধিকারকে অস্বীকার করেছে। তাদের ক্ষেদোক্তি “আমরা জানি না, কেন আমাদের বিদেশী গাছ দরকার।” একজন স্থানীয়কে বলতে শোনা যায়, “প্রাকৃতিক বন ধ্বংস করে কোটি কোটি টাকা ব্যয়ে নতুন বন সৃষ্টি করার কোনো মানে হয় না।”

অনেক বছর ধরে মধুপুর বন ও তার আশপাশ এলাকায় অনুসন্ধান ও পর্যবেক্ষণের ফল ‘মান্দি’ প্রামাণ্যচিত্র। যারা প্রকল্প প্রণয়ন করেন তারা স্থানীয় আদিবাসীদের মতামত বা জ্ঞান কোনো কিছুকেই মূল্য দেন না, এসব বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে প্রামাণ্যচিত্রটিতে। বাংলাদেশে এখনো যে বনসম্পদ রয়েছে তা যদি রক্ষা করতে হয় অথবা যদি নতুন বনসম্পদ গড়ে তুলতে হয় তবে বন, বন্যপ্রাণী, বনসম্পদ ইত্যাদি ব্যাপারে স্থানীয় মানুষের পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে।

‘মান্দি’ প্রামাণ্যচিত্রটি ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই দেখা যাচ্ছে। মান্দি প্রমাণ্যচিত্র নির্মাণের পর সেড আরো দুটি প্রামাণ্যচিত্র (স্টোলেন ফরেস্ট ও অরণ্যে আর্তনাদ) নির্মাণ করেছে সেখানে ‘মান্দি’-পরবর্তী বনবিনাশের আরো ভয়াবহ অবস্থা চিত্রায়িত হয়েছে।

YouTube link Mandi: https://www.youtube.com/watch?v=cCNhVqCs1GU

চা-শ্রমিকদের ধর্মঘটের অবসান, তারপর

চা-শ্রমিকদের ধর্মঘটের অবসান, তারপর

রোববার, সেপ্টেম্বর ৪, ২০২২ ০২:৪২ অপরাহ্ন | মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের আন্দোলন। ছবি: সংগৃহীত/ফাইল ফটো

আগস্টের ৯-২৭ দেশের উত্তর-পূর্বাঞ্চলের চা-বাগানগুলোয় শ্রমিকরা দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে নজিরবিহীন ধর্মঘট পালন করেন। ধর্মঘটের এক পর্যায়ে বাগান মালিক পক্ষ দৈনিক নগদ ১৪৫ টাকা মজুরি দিতে সম্মত হয়। এতে শ্রমিক অসন্তোষ আরও বেড়ে যায়।

শ্রমিকরা মালিকদের সিদ্ধান্ত, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সংস্থা (জেলা প্রশাসক, শ্রম অধিদপ্তর ও পুলিশ) এবং তাদের নেতাদের সিদ্ধান্ত, আদেশ ও অনুরোধ উপেক্ষা করে ২৭ আগস্ট পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখেন।

চা-বাগানের শ্রমিকরা ২৪ আগস্ট মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়ক কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেন। ওইদিন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য ও পরিবেশমন্ত্রী সেখানে গিয়ে শ্রমিকদেরকে আশ্বস্ত করেন যে শিগগির তাদের মজুরির বিষয় সমাধান করা হবে।

দৈনিক ৩০০ টাকার মজুরির দাবি পূরণ না হলে শ্রমিকরা কাজে ফিরবেন না এমন শক্ত অবস্থানের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আপনাদের সঙ্গে শিগগির কথা বলবেন। মজুরির ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। আগামী ৩ দিনের মধ্যে মজুরি সমস্যার সমাধান হবে।’

গত ২৪ আগস্ট থেকে ৩ দিনের মাথায় ২৭ আগস্ট চা-বাগান মালিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) প্রতিনিধিদের সঙ্গে ২ ঘণ্টা স্থায়ী বৈঠকে প্রধানমন্ত্রী চা-শ্রমিকের দৈনিক নগদ মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেন।

চা-শ্রমিকরা মজুরি বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছিলেন এবং তার সিদ্ধান্ত মেনে নিয়ে কাজে ফিরে যাওয়ার প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।

চা-শ্রমিকরা তাদের দাবির তুলনায় অনেক কম মজুরি পেলেন বটে। তবে একবারে ৫০ টাকা মজুরি বৃদ্ধি আগে কখনো ঘটেনি। বিটিএ ও শ্রমিকদের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বিসিএসইউ) ২০১৯ ও ২০২০ সালের জন্য কার্যকর মজুরি নির্ধারণ করে যে চুক্তিপত্র সই করে তাতে দৈনিক মজুরি বেড়েছিল ১৮ টাকা। ওই সময় পর্যন্ত ওটাই ছিল সর্বোচ্চ মজুরি বৃদ্ধি।

ভবিষ্যতে মজুরি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং তারা ন্যায্য মজুরি পাবেন—এমন আশা নিয়ে শ্রমিকরা কাজে ফিরে গেছেন। চা-শ্রমিকদের ইউনিয়ন ও মালিকপক্ষসহ সব পক্ষ এখন একে অপরের প্রতি বিশ্বাস স্থাপনের সময় পেল।

তবে ৯-২৭ আগস্ট চা-শ্রমিকরা যে সর্বাত্মক ধর্মঘট চালিয়েছেন তা যেন আবার না ঘটে তার জন্য অনেক বিষয় আছে যা নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন। বুঝতে হবে কেন মজুরি বোর্ড ও মালিক-শ্রমিকপক্ষের দ্বিপাক্ষিক আলোচনা সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ার পর শ্রম আইনে প্রদত্ত ক্ষমতাবলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ অবধারিত হয়ে পড়ে।

শ্রম আইনের ১৪০ক ধারায় সরকারকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এ ধারায় প্রদত্ত ক্ষমতা বলেই প্রধানমন্ত্রী সমাধানের কেন্দ্রে এসেছেন বলেই প্রতীয়মান হচ্ছে।

শ্রম আইনে এ ধারায় আছে, ‘এই আইনের ধারা ১৩৯, ১৪০ ও ১৪২ এ যে বিধানই থাকুক না কেন, বিশেষ পারিপার্শ্বিক অবস্থায় সরকার কোন শিল্প সেক্টরের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়নের যেকোনো পর্যায়ে নতুনভাবে ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণার জন্য ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা প্রতিপালন সাপেক্ষে পুনরায় ন্যূনতম মজুরি হার ঘোষণা করিতে পারিবে। তবে শর্ত থাকে যে, এইরূপ ক্ষেত্রে সরকার প্রয়োজন মনে করিলে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নতুনভাবে ন্যূনতম মজুরি হার ঘোষণা না করিয়া শ্রমিক ও মালিকপক্ষের সহিত আলোচনাক্রমে চলমান মজুরি হারের কোন সংশোধন বা পরিবর্তন কার্যকর করিতে পারিবে।’

তবে শ্রম আইন মেনে প্লাকিং বোনাস (নিরিখের অধিক তোলা পাতার জন্য প্রদত্ত অর্থ), মাঠে ও কারখানায় বেশি সময় কাজের জন্য প্রদত্ত অর্থ ও অন্যান্য সুবিধা বিবেচনায় নিয়েই মজুরির হিসাব করতে হবে।

মালিকদের মজুরির হিসাবে নগদ মজুরির বাইরে আরও যেসব সুবিধাকে অর্থে রূপান্তর করে মজুরির সঙ্গে যোগ করা হয়েছে সেসবের অধিকাংশকে শ্রম আইনের ২ ধারার ৪৫ উপধারা অনুসারে মজুরির অন্তর্ভুক্ত করা যায় না।

গত ৩০ আগস্ট সংবাদ সম্মেলনে বিটিএর পক্ষ থেকে যে লিখিত বক্তব্য দেওয়া হয় তাতে বলা হয়েছে, মজুরি বৃদ্ধির পর একজন শ্রমিককে মালিক যা দিবে তা ‘গড়ে দৈনিক প্রায় ৫৪০ টাকা হয়’। এ হিসাব একেবারেই অযৌক্তিক!

নগদ মজুরির বাইরে অন্যান্য সুবিধার আর্থিক মূল্য নির্ধারণের জন্য বিটিএ, বিসিএসইউ এবং অন্য যারা জড়িত তারা ভারতের আসামে সবার কাছে গ্রহণযোগ্য মজুরির হিসাব দেখতে পারে।

আসামে গত ১ আগস্ট থেকে কার্যকর দৈনিক নগদ মজুরি ব্রহ্মপুত্র উপত্যকার বাগানগুলোর জন্য ২৩২ রুপি ও বরাক উপত্যকার জন্য ২১০ রুপি নির্ধারণ করা হয়েছে।

দৈনিক নগদ মজুরির বাইরে আসামে একজন শ্রমিক যেসব ইন-কাইন্ড সুবিধা ও ক্ষতিপূরণমূলক সুবিধা (কনপেনসেন্টরি বেনিফিট) পান তার পরিমাণ ১০৪ রুপি।

আসামের লেবার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের নোটিফিকেশনে প্রকাশ করা হয়েছে এ হিসাব। নগদ মজুরির বাইরে যুক্ত এসব খাত হলো: রেশন (১৪ দশমিক ২০ রুপি), চিকিৎসা সুবিধা (১৬ দশমিক ৭৫ রুপি), আবাসন সুবিধা (১৫ দশমিক ২২ রুপি), জ্বালানি কাঠ (৫ দশমিক ৭৪ রুপি), কল্যাণ কর্মসূচি (৫ দশমিক ৬০ রুপি), শিক্ষা সুবিধা (২ দশমিক ৮৫ রুপি) ও চা (৩ দশমিক ৬৬ রুপি)।

দৈনিক ক্ষতিপূরণমূলক সুবিধার (কনপেনসেন্টরি বেনিফিট) মধ্যে আছে এক্স-গ্রাসিয়া (২৫ দশমিক ০৩ রুপি) ও মজুরিসহ ছুটি এবং উৎসব ভাতা (১৪ দশমিক ৯৫ রুপি)। অর্থাৎ তাদের দৈনিক যৌগিক (কম্পোজিট) মজুরি ব্রহ্মপুত্র উপত্যকার জন্য ৩৩৬ রুপি ও বরাক উপত্যকার জন্য ৩১৪ রুপি।

আসামের সঙ্গে বাংলাদেশের তুলনা করছি কারণ আসাম ও বাংলাদেশের মধ্যে সাদৃশ্য আছে। আসাম ও বাংলাদেশে উৎপাদিত চায়ের দাম প্রায় সমান।

বাংলাদেশের বিটিএ নগদ ও অন্যান্য সুবিধা মিলিয়ে মজুরির যে হিসাব দিয়েছে তা সবাইকে বিস্মিত করেছে। বিটিএর তথ্য অনুসারে চা-শ্রমিকদের ৯০ শতাংশ কাজ করেন মাঠে এবং ১০ শতাংশ কারখানায়। মাঠে চা-শ্রমিকরা চা গাছ লাগান, সেগুলোকে বড় করেন, যত্ন নেন এবং নারী শ্রমিকরা অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতিদিন দীর্ঘসময় ধরে চায়ের কচি পাতা তোলেন। সবুজ পাতা তোলার দৃশ্যই আমরা বেশি দেখি যা আমাদেরকে মুগ্ধ করে।

‘মালিকপক্ষ নগদ মজুরির ওপরে প্রদত্ত অন্যান্য সুবিধার যে আর্থিক মূল্য হিসাবে এনেছে তা আমি প্রত্যাখ্যান করি,’ বলেন বিসিএসইউর নির্বাহী উপদেষ্টা ও মজুরি বোর্ডে চা-শ্রমিকদের প্রতিনিধিত্বকারী একমাত্র সদস্য রামভজন কৈরি। তার পরামর্শ মালিক পক্ষকে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বসে নগদ মজুরির বাইরে আর যা কিছু দিচ্ছে তার আর্থিক মূল্য নির্ধারণ করতে হবে।

‘মালিকপক্ষ এ পর্যন্ত যা করেছে তা তাদের ইচ্ছামত’ দাবি কৈরির। তিনি বলেন, ‘আসামে প্লাকিং বোনাস ও অধিকাল কাজের অর্থ মজুরির অন্তর্ভুক্ত নয়।’

মালিকপক্ষ কীভাবে ইচ্ছা মতো হিসাব করে তার উদাহরণ দিয়ে তিনি আরও বলেন, ‘তাদের হিসাবে একজন শ্রমিক মাসে ভর্তুকি মূল্যে ৪২ (২ টাকা কেজি দরে) আটা বা চাল পান। আমাদের হিসাবে একজন শ্রমিক মাসে বড়জোর ২০ কেজি চাল বা আটা পান।’

শ্রমিকদের নিয়ে কর্মরত সলিডারিটি সেন্টারের কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর এডভোকেট নাসিম রামভজন কৈরির সমর্থনে বলেন, ‘শ্রমিকরা দৈনিক নগদ যা পান (১২০ টাকার সময়) তার সঙ্গে মালিক পক্ষ অন্যান্য সুবিধার ও সেবার আর্থিক মূল্য ইচ্ছা মতো যোগ করে বিভ্রান্তিকর হিসাব দিয়েছে। অন্যান্য সুবিধার সঙ্গে প্লাকিং বোনাস, উৎসবভাতা, চিকিৎসা ও বার্ষিক ছুটি ভাতা ও প্রভিডেন্ট ফান্ডের প্রশাসনিক ব্যয় মজুরির সঙ্গে যোগ করে মালিকপক্ষ আমাদেরকে বিভ্রান্ত করেছে।’

তার মতে, ‘শ্রম আইন মানলে মালিকরা এসব “মূল মজুরি”র মধ্যে যোগ করতে পারে না।’

শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং তারা এখন ১৭০ টাকা দৈনিক নগদ মজুরি পাবেন, যা ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল ১২০ টাকা। অর্থাৎ নতুন মজুরি কাঠামো ২০২১ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তখন থেকে এ পর্যন্ত (আগস্ট ২০২২) ২০ মাস যে শ্রমিক পুরো সময় কাজ করেছেন তিনি সরলীকৃত হিসাবে (৫০ টাকা X ৩০ দিন X ২০ মাস) বকেয়া হিসাবে পাবেন ৩০ হাজার টাকা।

বিটিএ ও বিসিএসইউকে এখন জানুয়ারি ২০২১ থেকে ডিসেম্বর ২০২২ সালের জন্য কার্যকর কর্মোত্তর (পোস্ট-ফ্যাক্টুম) চুক্তি সই করতে হবে এবং কয়েক দফায় শ্রমিকের বকেয়া শোধ করতে হবে। দীর্ঘদিন ধরে এমনটাই হয়ে এসেছে।

বকেয়া পাওয়ার প্রশ্নে উদ্বেগের বিষয় হলো চা-বাগানগুলোয় এক লাখের মতো স্থায়ী শ্রমিকের পাশাপাশি ৪০ হাজারের মতো অস্থায়ী শ্রমিক বকেয়া পাবেন কি না। গত ২ বার চুক্তির সময়কালে (৪ বছর) অস্থায়ী (ক্যাজুয়াল) শ্রমিকরা স্থায়ী শ্রমিকদের সমান মজুরি পেয়ে আসছেন। তবে স্থায়ী শ্রমিকরা যেসব সুযোগ-সুবিধা পান তা তারা পান না।

রামভজন কৈরি বলেন, ‘সময়মতো যদি মালিক-শ্রমিকের চুক্তিপত্র সই হতো তাহলে অস্থায়ী শ্রমিকরা প্রথম থেকেই বর্ধিত হারে মজুরি পেতেন। কাজেই অস্থায়ী চা-শ্রমিকদেরকে বকেয়া দেওয়ার প্রথা এখনই শুরু করা দরকার।’

গত আগস্টে আমরা যা দেখলাম তা চা-বাগানে প্রতিবাদের নতুন অধ্যায় সূচনা করল। চা-শ্রমিকরা, বিশেষ করে নারী শ্রমিকরা, তাদের সম্মিলিত শক্তি প্রদর্শন করেছেন। মজুরির ব্যাপারে মূল দাবির আংশিক পূরণ হলেও তারা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে কাজে ফিরে গেছেন। এরপরও যা ঘটেছে তাকে চা-শ্রমিকদের নীরব বিদ্রোহেরই বিজয় হিসেবে দেখা হচ্ছে।

স্মরণে রাখতে হবে যে চা-শ্রমিক ও তাদের পরিবার-পরিজন ৫ প্রজন্ম ধরে চা-বাগানে আটকে আছেন। তারা যে জমিতে বাস করেন এবং যে জমিতে তারা কাজ করেন ও চাষ করেন সে জমির মালিক তারা নন। তারা যে ঘরে বাস করেন, সে ঘরেরও মালিক তারা নন। কাজেই মজুরি ছাড়াও তারা আরও গুরুতর বিষয় তুলতে পারেন, আন্দোলন গড়ে তুলতে পারেন।

আমরা আশা করব, বর্তমান ২ বছরের চুক্তির মেয়াদ ২০২২ সালের ডিসেম্বরে শেষ হওয়ার পর অতীতের মতো ভবিষ্যতে বিটিএ ও বিসিএসইউর মধ্যে দরকষাকষি আটকে থাকবে না। সময় মতো চুক্তি সম্পাদন ও যুক্তিসঙ্গত মজুরি নির্ধারণই চা-বাগানে স্থায়ী শান্তি নিশ্চিত করবে।

ফিলিপ গাইন: গবেষক ও সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভলপমেন্টের পরিচালক।

চা-শ্রমিকদের ধর্মঘটের অবসান, তারপর

Tea workers’ strike ends. What’s next?

By Philip Gain, The Daily Star, Sep 3, 2022 | Bangla Edition | English Edition
Tea garden workers show three fingers in tune to their demand for Tk 300 in cash wage. Photo: Philip Gain

During an unprecedented strike between August 9 and 27, the tea workers in northeastern Bangladesh demanded a cash pay of Tk 300 per day. The tea garden owners agreed to raise the wage to Tk 145 per day, which enraged the workers. In defiance of the owners’ decision, government officials and agencies (DCs, Department of Labour and police) and their own leaders, the tea workers continued their strike till August 27.

They began to cool down when Environment Minister Md Shahab Uddin, who is an MP from Moulvibazar-1 constituency, visited a blockade on the Moulvibazar-Barlekha regional highway on August 24 and assured the protesting tea workers that their wage issue would be settled soon. Responding to the workers’ firm position that they would not go back to work until their demand for Tk 300 in daily wage was met, the minister said, “The prime minister will talk to you on [the] wage issue and make a decision. The matter will be solved in three days.”

Three days later, on August 27, Prime Minister Sheikh Hasina sat with the tea garden owners’ apex body, Bangladesh Tea Association (BTA), and fixed the daily cash wage at Tk 170. The tea workers wanted the PM to interfere and promised to accept what she would decide for them.

Although what they had demanded originally was more than what they got, never before in history have these tea workers seen an increase of Tk 50 at one go. In an agreement between the BTA and Bangladesh Cha Sramik Union (BCSU), the lone trade union and combined bargaining agent of tea workers, the increase was Tk 18 for 2019 and 2020 – the maximum till then.

The workers have gone back to work now with hopes that their expectation for just wages would be met in the future. All parties, including the workers’ union and the owners’ association, now have breathing space and time to build faith in each other.

However, there are other burning issues to be discussed at length and understood so that the workers do not have to resort to such strikes again. The PM had to interfere when the Minimum Wage Board and the negotiation between BTA and BCSU failed completely. She has understandably acted upon a special power given to the government by Section 140(A) of the Labour Act to bring an end to the strike.

However, the calculation of wages, including the plucking bonus, overtime payment for work in the field and factories, and fringe benefits, should be done taking the labour law into consideration. The sub-section 45 of Section 2 of the Labour Act does not allow inclusion of most of the facilities/items that the owners monetise in their calculations of what they give to the workers in addition to the cash wage. In a press conference on August 30, BTA leaders claimed that, after the increase in wages, what they would now give to a tea worker would be nearly Tk 540 per day! But such calculations are absurd.

To be pragmatic about calculating the cash components of fringe benefits, BTA, BCSU and other parties involved may check the calculation from our neighbour, Assam, wherein the calculation of wages is acceptable to all parties. In Assam, the daily cash wage was fixed at Rs 232 for Brahmaputra Valley and Rs 210 in Barak Valley, effective from August 1.

The Labour Welfare Department of Assam has also published the cash component of wages paid in kind and the rate of compensatory benefits per day, which stand at Rs 104. Thus, the composite wages for workers per day in Brahmaputra Valley are Rs 336 and Rs 314. I mention the situation of wages in Assam because of the similarity between Assam and Bangladesh.

BTA’s calculation of what a worker gets comes as a big surprise to workers and their union. According to the BTA, 90 percent of the workers work in the field planting tea, taking care of the plantations, and plucking tea leaves. While those working in the field will now get Tk 170 in daily cash pay, those working in the factory (10 percent of the workers) will get little more. Then, the owners have added 17 other components which are paid in cash and kind. BTA has not consulted the workers’ union at all in this calculation of wages. Many of the components have been included in violation of the labour law. Those that merit as cash components paid in kind are also overestimates.

“I reject the owners’ calculation of wages,” says Rambhajan Kairi, executive advisor of BCSU and a member of the Minimum Wage Board to represent tea workers. Kairi suggests that the owners should sit with BCSU to jointly calculate the cash component of the wages paid in kind. “What the owners have done so far is just arbitrary,” he asserts. “In Assam, the plucking bonus and overtime are not added to wages.”

Advocate AKM Nasim, country programme director of Solidarity Centre, which works for workers’ rights, has argued in support of Rambhajan Kairi. “Tea garden owners presented a misleading calculation of cash wages and the in-kind services they provided to tea workers when the daily cash wage was Tk 120. The employers’ calculation confuses us when they include plucking bonuses, festival bonuses, medical and annual leave benefits and provident fund’s administrative expenses, among others, within the definition of wages,” Nasim said. “The Labour Act does not allow the owners to add these as ‘basic wage.'”

Now that the tea workers have gone back to work, they will start getting a daily cash wage of Tk 170, which was previously Tk 120. This means the new wage structure would have gone into effect from January 2021. So, from then to date (end of August 2022) there are 20 months for which a worker who has worked all work days during this period will get an arrear of around Tk 30,000 at a simplified calculation (Tk 50x30x20). A post-factum agreement (effective from January 2021 to December 2022) will now be signed between BTA and BCSU, as it happened in the past to facilitate the payment of arrears in instalments.

One concern is if 40,000 casual tea workers will get the arrears or not. According to media reports quoting the secretary of BTA, only the registered workers will get the arrears. The casual workers have been getting the same cash wages for the last two agreement periods (four years) as the registered workers. They do not get equal fringe benefits, however. “Had the agreement been signed in time, the casual workers would get the increased wages,” argues Rambhajan Kairi. “Therefore, the practice of paying arrears to the casual workers should start from now on.”

What we have witnessed in August begins a new era of protest in the tea gardens. The tea workers have demonstrated the strength of their united voice. They have gone back to work with their key demand only partially fulfilled. Yet, it is seen as a victory of the tea workers’ quiet revolt.

What we should not forget is that these workers and their communities have remained tied to the tea gardens for five generations. They don’t own the land that they till and live on. The houses they live in are not theirs, either. There are issues other than wages they can raise, leading to a bigger movement. For now, we would expect that negotiations and an agreement between the BCSU and BTA are not stalled like in the past, after the current two-year agreement period ends in December 2022. A timely agreement and reasonable increase in wages will bring lasting peace in the tea gardens.

Philip Gain is a researcher and director at the Society for Environment and Human Development (SEHD).

Bangla edition:

চা-শ্রমিকদের ধর্মঘটের অবসান, তারপর

আগস্টের ৯-২৭ দেশের উত্তর-পূর্বাঞ্চলের চা-বাগানগুলোয় শ্রমিকরা দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে নজিরবিহীন ধর্মঘট পালন করেন। ধর্মঘটের এক পর্যায়ে বাগান মালিক পক্ষ দৈনিক নগদ ১৪৫ টাকা মজুরি দিতে সম্মত হয়। এতে শ্রমিক অসন্তোষ আরও বেড়ে যায়।

শ্রমিকরা মালিকদের সিদ্ধান্ত, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সংস্থা (জেলা প্রশাসক, শ্রম অধিদপ্তর ও পুলিশ) এবং তাদের নেতাদের সিদ্ধান্ত, আদেশ ও অনুরোধ উপেক্ষা করে ২৭ আগস্ট পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখেন।

চা-বাগানের শ্রমিকরা ২৪ আগস্ট মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়ক কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেন। ওইদিন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য ও পরিবেশমন্ত্রী সেখানে গিয়ে শ্রমিকদেরকে আশ্বস্ত করেন যে শিগগির তাদের মজুরির বিষয় সমাধান করা হবে।

দৈনিক ৩০০ টাকার মজুরির দাবি পূরণ না হলে শ্রমিকরা কাজে ফিরবেন না এমন শক্ত অবস্থানের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আপনাদের সঙ্গে শিগগির কথা বলবেন। মজুরির ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। আগামী ৩ দিনের মধ্যে মজুরি সমস্যার সমাধান হবে।’

গত ২৪ আগস্ট থেকে ৩ দিনের মাথায় ২৭ আগস্ট চা-বাগান মালিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) প্রতিনিধিদের সঙ্গে ২ ঘণ্টা স্থায়ী বৈঠকে প্রধানমন্ত্রী চা-শ্রমিকের দৈনিক নগদ মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেন।

চা-শ্রমিকরা মজুরি বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছিলেন এবং তার সিদ্ধান্ত মেনে নিয়ে কাজে ফিরে যাওয়ার প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।

চা-শ্রমিকরা তাদের দাবির তুলনায় অনেক কম মজুরি পেলেন বটে। তবে একবারে ৫০ টাকা মজুরি বৃদ্ধি আগে কখনো ঘটেনি। বিটিএ ও শ্রমিকদের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বিসিএসইউ) ২০১৯ ও ২০২০ সালের জন্য কার্যকর মজুরি নির্ধারণ করে যে চুক্তিপত্র সই করে তাতে দৈনিক মজুরি বেড়েছিল ১৮ টাকা। ওই সময় পর্যন্ত ওটাই ছিল সর্বোচ্চ মজুরি বৃদ্ধি।

ভবিষ্যতে মজুরি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং তারা ন্যায্য মজুরি পাবেন—এমন আশা নিয়ে শ্রমিকরা কাজে ফিরে গেছেন। চা-শ্রমিকদের ইউনিয়ন ও মালিকপক্ষসহ সব পক্ষ এখন একে অপরের প্রতি বিশ্বাস স্থাপনের সময় পেল।

তবে ৯-২৭ আগস্ট চা-শ্রমিকরা যে সর্বাত্মক ধর্মঘট চালিয়েছেন তা যেন আবার না ঘটে তার জন্য অনেক বিষয় আছে যা নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন। বুঝতে হবে কেন মজুরি বোর্ড ও মালিক-শ্রমিকপক্ষের দ্বিপাক্ষিক আলোচনা সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ার পর শ্রম আইনে প্রদত্ত ক্ষমতাবলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ অবধারিত হয়ে পড়ে।

শ্রম আইনের ১৪০ক ধারায় সরকারকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এ ধারায় প্রদত্ত ক্ষমতা বলেই প্রধানমন্ত্রী সমাধানের কেন্দ্রে এসেছেন বলেই প্রতীয়মান হচ্ছে।

শ্রম আইনে এ ধারায় আছে, ‘এই আইনের ধারা ১৩৯, ১৪০ ও ১৪২ এ যে বিধানই থাকুক না কেন, বিশেষ পারিপার্শ্বিক অবস্থায় সরকার কোন শিল্প সেক্টরের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়নের যেকোনো পর্যায়ে নতুনভাবে ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণার জন্য ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা প্রতিপালন সাপেক্ষে পুনরায় ন্যূনতম মজুরি হার ঘোষণা করিতে পারিবে। তবে শর্ত থাকে যে, এইরূপ ক্ষেত্রে সরকার প্রয়োজন মনে করিলে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নতুনভাবে ন্যূনতম মজুরি হার ঘোষণা না করিয়া শ্রমিক ও মালিকপক্ষের সহিত আলোচনাক্রমে চলমান মজুরি হারের কোন সংশোধন বা পরিবর্তন কার্যকর করিতে পারিবে।’

তবে শ্রম আইন মেনে প্লাকিং বোনাস (নিরিখের অধিক তোলা পাতার জন্য প্রদত্ত অর্থ), মাঠে ও কারখানায় বেশি সময় কাজের জন্য প্রদত্ত অর্থ ও অন্যান্য সুবিধা বিবেচনায় নিয়েই মজুরির হিসাব করতে হবে।

মালিকদের মজুরির হিসাবে নগদ মজুরির বাইরে আরও যেসব সুবিধাকে অর্থে রূপান্তর করে মজুরির সঙ্গে যোগ করা হয়েছে সেসবের অধিকাংশকে শ্রম আইনের ২ ধারার ৪৫ উপধারা অনুসারে মজুরির অন্তর্ভুক্ত করা যায় না।

গত ৩০ আগস্ট সংবাদ সম্মেলনে বিটিএর পক্ষ থেকে যে লিখিত বক্তব্য দেওয়া হয় তাতে বলা হয়েছে, মজুরি বৃদ্ধির পর একজন শ্রমিককে মালিক যা দিবে তা ‘গড়ে দৈনিক প্রায় ৫৪০ টাকা হয়’। এ হিসাব একেবারেই অযৌক্তিক!

নগদ মজুরির বাইরে অন্যান্য সুবিধার আর্থিক মূল্য নির্ধারণের জন্য বিটিএ, বিসিএসইউ এবং অন্য যারা জড়িত তারা ভারতের আসামে সবার কাছে গ্রহণযোগ্য মজুরির হিসাব দেখতে পারে।

আসামে গত ১ আগস্ট থেকে কার্যকর দৈনিক নগদ মজুরি ব্রহ্মপুত্র উপত্যকার বাগানগুলোর জন্য ২৩২ রুপি ও বরাক উপত্যকার জন্য ২১০ রুপি নির্ধারণ করা হয়েছে।

দৈনিক নগদ মজুরির বাইরে আসামে একজন শ্রমিক যেসব ইন-কাইন্ড সুবিধা ও ক্ষতিপূরণমূলক সুবিধা (কনপেনসেন্টরি বেনিফিট) পান তার পরিমাণ ১০৪ রুপি।

আসামের লেবার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের নোটিফিকেশনে প্রকাশ করা হয়েছে এ হিসাব। নগদ মজুরির বাইরে যুক্ত এসব খাত হলো: রেশন (১৪ দশমিক ২০ রুপি), চিকিৎসা সুবিধা (১৬ দশমিক ৭৫ রুপি), আবাসন সুবিধা (১৫ দশমিক ২২ রুপি), জ্বালানি কাঠ (৫ দশমিক ৭৪ রুপি), কল্যাণ কর্মসূচি (৫ দশমিক ৬০ রুপি), শিক্ষা সুবিধা (২ দশমিক ৮৫ রুপি) ও চা (৩ দশমিক ৬৬ রুপি)।

দৈনিক ক্ষতিপূরণমূলক সুবিধার (কনপেনসেন্টরি বেনিফিট) মধ্যে আছে এক্স-গ্রাসিয়া (২৫ দশমিক ০৩ রুপি) ও মজুরিসহ ছুটি এবং উৎসব ভাতা (১৪ দশমিক ৯৫ রুপি)। অর্থাৎ তাদের দৈনিক যৌগিক (কম্পোজিট) মজুরি ব্রহ্মপুত্র উপত্যকার জন্য ৩৩৬ রুপি ও বরাক উপত্যকার জন্য ৩১৪ রুপি।

আসামের সঙ্গে বাংলাদেশের তুলনা করছি কারণ আসাম ও বাংলাদেশের মধ্যে সাদৃশ্য আছে। আসাম ও বাংলাদেশে উৎপাদিত চায়ের দাম প্রায় সমান।

বাংলাদেশের বিটিএ নগদ ও অন্যান্য সুবিধা মিলিয়ে মজুরির যে হিসাব দিয়েছে তা সবাইকে বিস্মিত করেছে। বিটিএর তথ্য অনুসারে চা-শ্রমিকদের ৯০ শতাংশ কাজ করেন মাঠে এবং ১০ শতাংশ কারখানায়। মাঠে চা-শ্রমিকরা চা গাছ লাগান, সেগুলোকে বড় করেন, যত্ন নেন এবং নারী শ্রমিকরা অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতিদিন দীর্ঘসময় ধরে চায়ের কচি পাতা তোলেন। সবুজ পাতা তোলার দৃশ্যই আমরা বেশি দেখি যা আমাদেরকে মুগ্ধ করে।

‘মালিকপক্ষ নগদ মজুরির ওপরে প্রদত্ত অন্যান্য সুবিধার যে আর্থিক মূল্য হিসাবে এনেছে তা আমি প্রত্যাখ্যান করি,’ বলেন বিসিএসইউর নির্বাহী উপদেষ্টা ও মজুরি বোর্ডে চা-শ্রমিকদের প্রতিনিধিত্বকারী একমাত্র সদস্য রামভজন কৈরি। তার পরামর্শ মালিক পক্ষকে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বসে নগদ মজুরির বাইরে আর যা কিছু দিচ্ছে তার আর্থিক মূল্য নির্ধারণ করতে হবে।

‘মালিকপক্ষ এ পর্যন্ত যা করেছে তা তাদের ইচ্ছামত’ দাবি কৈরির। তিনি বলেন, ‘আসামে প্লাকিং বোনাস ও অধিকাল কাজের অর্থ মজুরির অন্তর্ভুক্ত নয়।’

মালিকপক্ষ কীভাবে ইচ্ছা মতো হিসাব করে তার উদাহরণ দিয়ে তিনি আরও বলেন, ‘তাদের হিসাবে একজন শ্রমিক মাসে ভর্তুকি মূল্যে ৪২ (২ টাকা কেজি দরে) আটা বা চাল পান। আমাদের হিসাবে একজন শ্রমিক মাসে বড়জোর ২০ কেজি চাল বা আটা পান।’

শ্রমিকদের নিয়ে কর্মরত সলিডারিটি সেন্টারের কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর এডভোকেট নাসিম রামভজন কৈরির সমর্থনে বলেন, ‘শ্রমিকরা দৈনিক নগদ যা পান (১২০ টাকার সময়) তার সঙ্গে মালিক পক্ষ অন্যান্য সুবিধার ও সেবার আর্থিক মূল্য ইচ্ছা মতো যোগ করে বিভ্রান্তিকর হিসাব দিয়েছে। অন্যান্য সুবিধার সঙ্গে প্লাকিং বোনাস, উৎসবভাতা, চিকিৎসা ও বার্ষিক ছুটি ভাতা ও প্রভিডেন্ট ফান্ডের প্রশাসনিক ব্যয় মজুরির সঙ্গে যোগ করে মালিকপক্ষ আমাদেরকে বিভ্রান্ত করেছে।’

তার মতে, ‘শ্রম আইন মানলে মালিকরা এসব “মূল মজুরি”র মধ্যে যোগ করতে পারে না।’

শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং তারা এখন ১৭০ টাকা দৈনিক নগদ মজুরি পাবেন, যা ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল ১২০ টাকা। অর্থাৎ নতুন মজুরি কাঠামো ২০২১ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তখন থেকে এ পর্যন্ত (আগস্ট ২০২২) ২০ মাস যে শ্রমিক পুরো সময় কাজ করেছেন তিনি সরলীকৃত হিসাবে (৫০ টাকা X ৩০ দিন X ২০ মাস) বকেয়া হিসাবে পাবেন ৩০ হাজার টাকা।

বিটিএ ও বিসিএসইউকে এখন জানুয়ারি ২০২১ থেকে ডিসেম্বর ২০২২ সালের জন্য কার্যকর কর্মোত্তর (পোস্ট-ফ্যাক্টুম) চুক্তি সই করতে হবে এবং কয়েক দফায় শ্রমিকের বকেয়া শোধ করতে হবে। দীর্ঘদিন ধরে এমনটাই হয়ে এসেছে।

বকেয়া পাওয়ার প্রশ্নে উদ্বেগের বিষয় হলো চা-বাগানগুলোয় এক লাখের মতো স্থায়ী শ্রমিকের পাশাপাশি ৪০ হাজারের মতো অস্থায়ী শ্রমিক বকেয়া পাবেন কি না। গত ২ বার চুক্তির সময়কালে (৪ বছর) অস্থায়ী (ক্যাজুয়াল) শ্রমিকরা স্থায়ী শ্রমিকদের সমান মজুরি পেয়ে আসছেন। তবে স্থায়ী শ্রমিকরা যেসব সুযোগ-সুবিধা পান তা তারা পান না।

রামভজন কৈরি বলেন, ‘সময়মতো যদি মালিক-শ্রমিকের চুক্তিপত্র সই হতো তাহলে অস্থায়ী শ্রমিকরা প্রথম থেকেই বর্ধিত হারে মজুরি পেতেন। কাজেই অস্থায়ী চা-শ্রমিকদেরকে বকেয়া দেওয়ার প্রথা এখনই শুরু করা দরকার।’

গত আগস্টে আমরা যা দেখলাম তা চা-বাগানে প্রতিবাদের নতুন অধ্যায় সূচনা করল। চা-শ্রমিকরা, বিশেষ করে নারী শ্রমিকরা, তাদের সম্মিলিত শক্তি প্রদর্শন করেছেন। মজুরির ব্যাপারে মূল দাবির আংশিক পূরণ হলেও তারা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে কাজে ফিরে গেছেন। এরপরও যা ঘটেছে তাকে চা-শ্রমিকদের নীরব বিদ্রোহেরই বিজয় হিসেবে দেখা হচ্ছে।

স্মরণে রাখতে হবে যে চা-শ্রমিক ও তাদের পরিবার-পরিজন ৫ প্রজন্ম ধরে চা-বাগানে আটকে আছেন। তারা যে জমিতে বাস করেন এবং যে জমিতে তারা কাজ করেন ও চাষ করেন সে জমির মালিক তারা নন। তারা যে ঘরে বাস করেন, সে ঘরেরও মালিক তারা নন। কাজেই মজুরি ছাড়াও তারা আরও গুরুতর বিষয় তুলতে পারেন, আন্দোলন গড়ে তুলতে পারেন।

আমরা আশা করব, বর্তমান ২ বছরের চুক্তির মেয়াদ ২০২২ সালের ডিসেম্বরে শেষ হওয়ার পর অতীতের মতো ভবিষ্যতে বিটিএ ও বিসিএসইউর মধ্যে দরকষাকষি আটকে থাকবে না। সময় মতো চুক্তি সম্পাদন ও যুক্তিসঙ্গত মজুরি নির্ধারণই চা-বাগানে স্থায়ী শান্তি নিশ্চিত করবে।

ফিলিপ গাইন: গবেষক ও সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভলপমেন্টের পরিচালক।

Kick-off Workshop: Brattyajan Resource Center (BRC) Launched

Kick-off Workshop: Brattyajan Resource Center (BRC) Launched

Dedicated to the marginalized and excluded communities of Bangladesh, a long-cherished national entity—Brattyajan Resource Centre (BRC)—was officially launched on 28 May 2022 in Dhaka. Eleven books and monographs and a documentary film on the marginalized communities were also launched at the event. These books, monographs and documentary film were published and produced with support from the European Union and ICCO Cooperation. Financial support for BRC comes from Caritas France and MIREREOR through a project, “Promoting human rights of marginalized groups in Bangladesh through Brattyajan Resource Centre”.

The official launching of the project, BRC and the publications marked a day of great joy for SEHD, PPRC, a great number of other organizations and communities that are associated with these and have been coming together for three decades. A strong message aired at the launching is that BRC is anchored with SEHD and PPRC but the marginalized communities are its integral part. At least 140 representatives of all nine groups of marginalized communities the center is devoted to, human rights defenders, community organizations, civil society, economists, trade union leaders, academia, journalists and foreign diplomats joined the launching. A true festive atmosphere filled the air of the conference hall of CIRDAP in Dhaka the launching venue.

The organizers of the event—SEHD and PPRC—welcomed the audience with a message that communities with different vulnerabilities have come to a celebration of working together for decades and that we should not see them as victims. They have many potentials, strengths, diverse culture and language.

In his keynote address Philip Gain, the program director of BRC, explained the background of BRC, how the communities it is devoted to are its bona fide participants, its goal and mission.

The communities that Brattyajan (meaning marginalized people) Resource Center is devoted to include but not limited to are Adivasis (ethnic communities), tea workers (80 communities), sex workers, transgender, Bede, Harijan, Rishi, Kaiputra, Jaladas and Bihari.

“The launching of BRC and books is a big celebration because it is founded on concrete knowledge resources—books, monographs, investigative reports, documentary films, photographs, etc. that anyone can easily access” noted Gain. “These knowledge resources are outputs of our investigative reporting, action research, survey, video documentation, photography and analysis.” He explained how these have been developed with active participation of communities and all other stakeholders and what are contained in these publications. The most significant aspect of these publications and productions on which BRC is founded is that SEHD and partners have mapped and defined almost all communities it is devoted to, issues and unique situations they face. That these publications and productions have had an influence on policies and strategies of World Bank, Asian Development Bank, United Nations, state agencies and NGOs in some areas (forest, fisheries, open pit, tea workers’ wages, etc.) are supported by evidences. These also reflect the trust of communities, academia and professionals at different levels.

Now the mission of BRC is to keep updating knowledge resources on the excluded and marginalized people, develop group- and issue-specific agenda, carry out research and investigation to expedite access of the excluded and marginalized communities to social protection, scale up skills and capacity of different actors, facilitate dialogues and interactions at different levels, fill in the information gaps, build right attitude towards information and scale up the use of knowledge resources at all levels, contribute to changes for better in the lives of excluded and marginalized communities, etc.

Community voices shared by 10 speakers from nine groups was a striking part of the launching celebration in that they all shared their personal and community experiences with SEHD and PPRC in research, investigation, building knowledge resources and how knowledge resources have strengthened them and their communities. Their unanimous trust: with accurate information and knowledge in hand they can assert their rights and can influence the state- and non-state parties who make crucial decisions. BRC can play a precise role in assisting them with information and guidance. They also shared their expectations from BRC.

The community voices at the launching were represented by Rambhajan Kairi, executive adviser, Bangladesh Cha Sramik Union; Saud Khan, Bede leader, Munshiganj; Eugin Nokrek, president, Joyenshahi Adibashi Unnayan Parishad; Zuam Lian Amlai, human rights activist, Chittagong Hill Tracts; Shiung Khumi, human rights activist, Chittagong Hill Tracts; Aleya Akhter Lily, president, Sex Workers’ Network;  Milon Kumar Das, executive director, PARITTRAN;  Krishnalal, president, Bangladesh Horijan Yokkho Parishad; M. Shoukat Ali, general secretary, Stranded Pakistanis General Repatriation Committee; and Ivan Ahmed Katha, Shachetan Hijra Adhikar Shangha. (For summary of what they shared see Annex in the bottom of this report).

Professor Wahiduddin Mahmud, the chief guest at the launching, criticized the government for not doing enough for the marginalized communities and spoke on the ethics and strategies on their protection.        “

The government has failure in making right policies and plans for protection and progress of the marginalized communities,” said the leading economist of the country Prof. Mahmud. “The marginalized communities are far left behind than the average citizens of the country because the government failed to adopt appropriate policies and measures for them.”

“The idea and development process reach the average Bengali citizens easily regardless of their classes. However, when it comes to the indigenous communities and other marginalized groups, identities and class barriers pose a huge problem. This is a failure of our government,” observed Prof. Mahmud.

“It is not just that the government failed to bring development discourses to the marginalized communities, it has not thought judiciously even to slightly change ideas and life skills for their life and livelihood. Many plans and measures have been adopted in Bangladesh for development, but instead of taking plans for economic development of the marginalized communities, barriers have been put in place,” explained Prof. Mahmud.

“An irony is that environmental preservation is prioritized in sustainable development goals (SDGs), but these communities whose occupations are directly linked with nature and environment are neglected and deprived,” further explained Prof. Mahmud.

In this intricate nature of deficient policies and practices for progress of the marginalized communities Prof. Mahmud directed his thought to them: “The goal of our work is that you are not called marginalized in the future. You shall be considered  integral part of the mainstream population without losing your diverse and unique culture, languages and identities. And believe you have been constructively contributing to the development of Bangladesh.”

On research and publications launched Prof. Mahumud said, “The publications that have been presented today are very informative. These are not outputs of conventional research. These are authentic documentation after intensive field-based observations and analyses on your life and livelihood which make the follow-up research and documentation easy.”

“The publications of SEHD and PPRC have brought many policy issues in the front and have led to dialogues with the government. The government bodies engaged in various surveys and producing data should compare the kinds of data and analyses of BRC for best results,” stressed Prof. Mahumud who chairs and advises many government bodies. “I will be part of BRC” was affirmed Prof. Mahmud.

Jeremy Opritesco, Deputy Head of Mission, Delegation of the European Union to Bangladesh, spoke as a special guest at the event. “The launching shows a strong involvement of the communities in BRC and participants at this launching event,” said Mr. Jeremy. “With the SDG goal, leaving no one behind, the BRC has been launched at a perfect time. The marginalized communities are left behind. It is important to fight for their rights and inform them of their rights. We are proud that EU has supported this initiative. The knowledge outputs will be helpful for strategic actions. Discrimination based on gender, religion, sexual orientation, community, language and occupations exists. We also emphasize food security of the marginalized communities.”

Dr. Lilly Nicholls, High Commissioner of Canada to Bangladesh, another special guest gracefully shared her thoughts after listening to the community voices. She directed her messages to the marginalized communities as, “Thank you for teaching me about the discriminations you face for your language and cultural identities. The most impressive is that you are putting forward suggestions. We are deeply committed to elimination of discrimination, exclusion and feminist approaches.” On her country she said, “Canada is a country, where people take shelter, fleeing from violence. It has high tolerance towards diversity.”   

Khushi Kabir, a noted feminist and development actor applauded the launching of BRC and said the centre is inclusive of communities and other stakeholders. “The research SEHD conducts is highly involved with the communities. It is an important centre for conveying information to society, policy makers and journalists,” said Ms. Kabir, “and these can be very useful in organizing in-depth discussions with communities and targets.”

Khushi Kabir further observed BRC should pay special attention to land rights of the marginalized communities. Many do not own any land and do not own home they live in. “I will be part of BRC,” was her precise commitment.

Professor Md. Golam Rahman, editor of Ajker Patrika, former chief information commissioner and a member of SEHD talked particularly on inclusiveness and integration of the marginalized communities who are generally isolated because of their ethnic identities and occupations. “We all are people of this country and everyone should get equal attention but for those who are left behind deserve preferential discrimination,” observed prof. Rahman. “Movements bring the problems in the forefront, but the root causes and purposes sometimes get lost in the process of change. Bureaucracy inhibits the revitalization and mobilization of these causes. Building true databases, a commitment of BRC, can play a significant role here.”

While Prof. Tanzimuddin Khan of Dhaka University and member of SEHD gave the welcome address, Dr. Hossain Zillur Rahman, research and resource adviser of BRC, executive chairman of PPRC  and Chairman of BRAC Bangladesh chaired and facilitated the discussion.

Dr. Rahman’s summary of discussion highlights some of the pertinent issues with the excluded and marginalized communities, many of them invisible. In his introductory remarks, Dr. Rahman said the launching is an occasion for communities to come together and talk about the challenges they face. One obvious challenge is to make them visible to the mainstream population and also to make their strengths and capabilities visible.

“We want concrete progress for these people through research and result-oriented actions. We are celebrating the work of the last thirty years,” said Dr. Rahman. “However, we need to keep in mind they are different in their vulnerabilities. Yet they are united by their marginality. BRC highlights the nature of their unitedness.”

He emphasized on the keynote speaker Philip Gain’ contention that BRC is a learning and collaboration centre. A clear expectation from BRC is that it will be a knowledge centre and a platform of voices.

In relation to tea workers’ condition he said, “We need to understand the economic dimension of wage deprivation. In relation to Bede, we need to understand social discrimination and deprivation. The Bedes need a new footing in the age of urbanization and development.”

On the concerns of the forest people he observed that the forest-dwelling communities have been alerted about the importance of data. This is a great realization that we have brought to them.

On Milon Das’ deliberation on Rishi community, Dr. Rahman pointed out, “He has highlighted additional issues. They have been stereotyped as fit for menial jobs. Social discrimination happens based on social perception. There has been continuation of social discrimination to their next generations.”

On Milon Das’ suggestion that a lifestyle museum for saving their culture be established apart from their statistical representation he said, “In future this can be an additional task for BRC.”

On Harijans, his observation: Every community faces different facets of discrimination. Harijans are the traditional city and municipality cleaners. Most recently, the discrimination they face is the loss of jobs. This job was reserved for the community–now they are not the priority anymore. Harijan leader Krishnalal’s expectation is right representation of their community in the BRC. They hope for an accurate population count in the upcoming census”.

“The Biharis, confined to camp life, are victims of political discrimination. They have specific problems. We have scope of advocacy with the government for their rehabilitation and education,” observed Dr. Rahman.

He put emphasis on the keynote speaker’s argument that BRC is a driver of results. It is not limited to any project. It will continue to exist beyond projects.

The timing of the launch of BRC is perfect as eight years are left before SDGs’ timeframe comes to an end. Leaving none behind is a priority agenda of SDGs. It will be a huge step forward for their visibility if they are included in the census.

 

 

 

 

 

 

 

Annex: Community voices

Rambhajan Kairi, executive adviser, Bangladesh Cha Sramik Union
We have been working for the progress of our tea communities. But we have limits, particularly in exposing our condition and difficulties through research work. Research is difficult but crucial to highlight our needs and rights. BRC can help us raising our voice and reaching the concerned government bodies. A tea worker’s daily wage is stagnated at Tk.120 (1.36 USD) since 2019. The minimum wage board set up in 2019 to fix the minimum wages for the tea workers, has been frozen to date (June 2022) after a failed attempt to even reduce existing facilities and wages we, tea workers, get. This is a shame. The right to paid leave was previously unknown to the workers. They started getting the weekly paid leave only from 2017.
What is unique of SEHD is it has been giving priority to our communities for the last 15 years in its research and investigative work. The tea workers need protection of their rights and benefits. In general, they are not aware of their rights. BRC can play a precise role with information in communicating with the state- and non-state organizations.

Brief profile of tea workers and tea communities:
There are 158 tea gardens in Bangladesh (excluding those in Panchagarh where tea cultivation started only recently). The majority of 138,366 tea plantation workers and their total population of around half a million are non- Bengali.  The British companies brought them from Bihar, Madras, Orissa, Andhra Pradesh, Madhya Pradesh, West Bengal, Uttar Pradesh and other places in India to work in the tea gardens in Sylhet region. There are as many as 80 tea communities in the tea gardens who speak as many as 13 languages. The current (2022) daily cash pay of a tea worker is Taka 120.

Saud Khan, Bede leader, Munshiganj

The people of the Bede (gypsy) community are victims of violence and neglect without end. We gained the right to vote only in 2007. Our social image is poor. People look down upon us. They see us as inferior beings. We are Muslims and Bengalis. We have learned through research that we are deprived of our rights. We need education and diverse job opportunities to migrate out of our current condition.

We do not have land for cultivation. We need help from the government and NGOs. We have little interaction with the educated people. Educated Bedes ignore their own community to avoid getting labelled and losing their jobs.

Today I can speak in a forum like this because of my participation in research and  because of such events. Our aim is to get our voices and demands heard and considered by the state- and non-state actors.

Brief profile of the Bede people:  The Bede is a Muslim gypsy (floating) community of Bangladesh. They travel from one place to another to earn a living for 10 to 11 months of the year and gather in 75 locations of the country to meet their families and other community members for one to two months. Many Bede leaders estimate their population in Bangladesh at around 500,000 and around 5,000 caravans (groups) of Bede moving from one place to another. The Bedes in general are very poor and the rate of literacy among them is very low as well. Most of them are landless and many live on khas (public) land and in tents. They hardly have access to healthcare services and other government benefits including Social Safety Net Programmes (SSNPs).

Eugin Nokrek, president of Joyenshahi Adibashi Unnayan Parishad

We, the Garos and Koch, of Modhupur forest villages consider ourselves to be autochthons in the area. But sadly enough we are denied of our customary rights. In Modhupur forest villages there are around 20,000 Garos almost entirely converted to Christianity and 3,500 Koch, all Hindus. We see Philip Gain treading the forest villages from 1980s. He and SEHD have been deeply involved in research and investigation on forestry issues and our condition. SEHD’s recent book, Modhupur: The Vanishing Forest and Her People in Agony, is a landmark publication for us. It provides comprehensive information on Modhupur and its first people. As we use the book, we realize the significance of research, investigation and analysis.

We, however, lack skills of generating and using knowledge to properly represent our communities and our demands. SEHD has been training us on research techniques and gathering data from the field. Now we are better oriented in using the books, reports, documentary films and photos on Modhupur. These are very helpful for meaningful advocacy. I trust, with BRC established, SEHD, PPRC and we can work together for our rights. We now better understand how to have an influence on state agencies with information in hand.

Brief profile of the Modhupur forest and its people:
Size of Modhupur upazila is 91,545.131 acres (370.47 sq. km) of which 45,565.18 acres are forest land of which 11,671.21 acres are reserved forest, 20,837.23 acres Modhupur National Park, 7,800 acres rubber plantation and 5,000 acres social forestry (estimated). Current estimated forest cover is 9,000 acres!  Population in Modhupur upazila is 296,729 (2011 census) of which 17,327 are Garos (SEHD survey 2018) and Koch or Bormon are 3,427 (SEHD survey 2012). Garo population in Muktagachha, Fulbaria and Jamalpur Sadar upazilas surrounding Moddhupur upazila is 1,963 or 486 households (SEHD inventory 2018). Koch or Barmon population in Muktagachha and Fulbaria upazilas is 517 or 128 HHs (SEHD inventory 2018). Sources: Government website (modhupur.tangail.gov.bd/), Forest Department of Bangladesh, SEHD survey 2012 and 2017-2018.

Zuam Lian Amlai, Bawm representative and human rights activist, Chittagong Hill Tracts (CHT)

I am involved with SEHD from 1997-1998 and familiar with its research on the CHT environment, culture and people. Its survey on Chak and Khumi and publications on these communities give us baseline data. We want similar surveys on other communities such as Mro and Bawm. We can efficiently administer our villages with baseline data in hand. If we have primary information in hand, we can make informed opinions and better engage in movements for rights.

The documentary film, ‘Chokoria Sundarban: A Forest without Trees’ of SEHD is a stunning articulation of realities of horrible destruction of mangrove forests and those in the CHT and elsewhere. We, in the CHT, are in a state of panic. We have serious issues with the CHT Regulation that has been drastically scrapped. We know BRC cannot solve all our problems but research and publications of SEHD can educate the CHT people on their rights. We cannot play an effective role without information.

Shiung Khumi, a representative of the Khumi community, added to discussion of ZuamLian Amlai. SEHD carried out a household survey on our Khumi community. Our main difficulties include but not limited to are we are left behind in education because of remoteness, our economic condition is poor and we are losing our land. According to the 1991 government census, the Khumi population in Bangladesh was 1,241, but according to the SEHD study conducted in 2014 the Khumi population was 2,899. The people of the Khumi community are concentrated in Thanchi, Ruma and Roangchhari upazilas in Bandarban Hill District. Ten Khumi families live in Bilaichhari upazila in Rangamati district and just one family in Bandarban Sadar.

Brife profile of the CHT and its People: At 13,295 square kilometers or 10 percent of Bangladesh, the area is mountainous con­trasting greatly with the rest of Bangladesh in geography and human habitation. It is the home to 11 distinct indigenous communities—Chakma, Marma, Tripura, Lushai, Bawm, Pangkho [also spelled as Pangkhua or Pangkhu], Mro, Khumi, Chak, Khyang and Tangchangya. The Bengali population was very small—around 2.5 percent—even at the time of independence from the British rule in 1947, which rose to 48.57% in 1991 (1991 population census) from 10% in 1951 and 35% in 1981 (Schendel 1992:95). According to 2011 population census the population of 27 ethnic communities of Bangladesh stood at 1,586,141, which was 1.1% of the population back then. Of them ethnic population of the CHT was 845,541 and the ethnic population in the plains land was 740,600 (Moral, 31 August 2013, Prothom Alo).  The list revised in 2019 has listed 50 ethnic communities with no change in number in the CHT. There is no government statistics on communities added to the official list.

Aleya Akhter Lily, president, Sex Workers’ Network SWN)
We are involved with SEHD for years in research. I was personally involved with a study on brothel-based and street sex workers. Our sufferings are endless. Our life is a war. We are constantly subject to violence. The sex workers and their children are excluded from the mainstream society. The children of the sex workers face many difficulties to get admission in schools. I hope that sex workers will gradually be accepted in the mainstream society. BRC should function as a repository and it should play the role of a facilitator for us to become equal and dignified citizens. SEHD is indeed a pioneer in research and publications on the sex workers.

Brief profile of Sex workers: SEHD, in its study of 2018, found 3,721 female sex workers (FSWs) in 11 brothels. According to government and other sources the total number of FSWs is much bigger in the country—around 93,000. Of them, 36,593 are based in the streets, 36,539 in residences and 15,960 in hotels. There is also an estimated 119,869 MSM (men who have sex with men) including transgender (TG)/Hijra (approximately 10,000).

Milon Kumar Das, executive director, PARITTRAN    

People of the Rishi community are generally considered untouchables by mainstream Bengalis. We, 400,000 Rishis, live in Satkhira, Khulna and Bagerhat districts. We are considered untouchables and are victims of routine deprivation and repression. We have not been able to be part of any large scale research or report to date. We do not have access to education. Our children are compelled to do menial jobs such cleaning toilets at schools, even though there are cleaning staff. This is an insult to our children that puts pressure on their psyche. From 2007 we demanded discrimination elimination law but what the government has given (anti-discrimination law) us is not helpful at all.  We make significant contribution to revenue but we do not get what we should. We want a museum for preserving our culture that is near extinction. Our expectation from BRC is that it gives our community a visibility.

Brief profile of Rishi people: Historically the Rishis of Bengal are cobblers, leather workers and instrumentalists for generations. The people of this ‘untouchable’ community mostly live in India’s Uttar Pradesh, Maddhya Pradesh and Bihar regions. They are one of the repressed or ‘Dalit’ communities among the Hindus in India. Currently, the Rishi people live in almost every district of Bangladesh. Their number is, however, higher in Jashore, Satkhira, Khulna and Bagerhat districts. Parittran, a rights- based organization of the Rishis in Bangladesh, Rishi population in the Khulna division alone is around 186,797. Power and Participation Research Centre (PPRC), with assistance and guidance of SEHD and Parittran, carried out a research in 53 paras (clusters) or villages in Satkhira, Jashore, Khulna and Bagerhat districts of Khulna division and found 51,745 Rishis in 9,088 families.

Krishnalal, president, Bangladesh Horijan Yokkho Parishad
We call ourselves Harijans. We use this word instead of Dalit because we consider the word ‘Dalit’ as an insult. We have been cleaning Dhaka and other cities for generations. Yet, currently only 30 percent of the cleaners in Dhaka City Corporation are Harijans. Day by day we are losing our traditional jobs. In paper we are to get 80% of the cleaners’ jobs in municipalities but in reality we get only 8%. We sent letters to the government regarding this. We live on government land. We are a totally landless community. The Dhaka City Corporation promised us to give apartments in building on state-owned land. However, only those who have jobs as sweepers can access these apartments.

Brief profile of Harijans: Harijan is an occupational group or community. They are traditionally known as sweepers and many of them consider themselves as social outcasts or ‘Dalit’. The term, ‘Dalit’ is used to define the status of those who are outside the four varnas, which means they belong to the so-called fifth category in the Hindu casteism. The members of the Harijan community work as cleaners in the cities and pourashavas (municipalities) all over the country except for three districts of Chittagong Hill Tracts (CHT). Like the tea workers, the members of the Harijan communities were brought to what is now Bangladesh from India’s Odisha, Bihar and Uttar Pradesh regions during the British colonial period. Cleaning has been their main occupation for more than 200 years now. The Harijans with a population of around 100,000 are one of the most marginal communities who are afflicted with a variety of social and economic problems.

M. Shoukat Ali, general secretary, Stranded Pakistanis General Repatriation Committee

We, Biharis, live in 70 camps in 13 districts. Our living condition was good before the liberation. In camp life, we do not have dignity as human beings. In camps a family generally gets a small room (8 feed X 8 feet). We have no privacy. Around 5,500 families living in the Geneva alone who use 150 common bathrooms. For six camps in Mohammadpur area of Dhaka city including Geneva Camp there is just one school. The children do not get proper learning atmosphere. Yet, I am hopeful that the prime minister of Bangladesh will keep her promise to rehabilitate us.

Brief profile of Bihari people: Approximately 300,000 Urdu-speaking Biharis live in 70 camps of which 28 are located in Dhaka. The Biharis, who migrated to what is now Bangladesh during the partition of the Indian subcontinent in 1947 sided with Pakistan during Bangladesh’s liberation war in 1971. After the war, a portion of them went to Pakistan and the rest remained stranded in Bangladesh. The High Court of Bangladesh, in a 2008 judgement, gave a ruling in favour of giving citizenship to around 150,000 Biharis who were minors in 1971 or born afterwards. However, they still live an inferior lives in the camps without a permanent address and basic facilities. They are continuously deprived of most of their political, economic, social, and cultural rights.

Ivan Ahmed Katha, Shachetan Hijra Adhikar Shangha

Bangladesh government recognized the Hijra community and gave us the third gender status in 2013. We do not know the budget of the government for us. We want to be informed of how much funds we are entitled to and how much we have actually received. I am doubtful we are getting the financial benefits allocated for us. The Hijra community should be able to continue their key traditional occupations that include but not limited to—badhai tola (collection of money in exchange of blessing to newborn through performing dances and songs); cholla manga (collection of subscription from market) and sex work—without barriers. Now the Hirjas collect money from busses and other vehicles. They also beg subscriptions in different festivities. We cannot buy land and houses. We rarely have enough food. Another important point is I have been involved in census and I have seen that there is no mention of any gender other than men and women. (BBS however, informs that in the population census of 2022 the Hijras will be enumerated separated).

Brief profile of Hijra people: A study, ‘Mapping Study and Size Estimation of Key Populations in Bangladesh for HIV Programs 2015-2016’ of the Ministry of Health and Family Welfare of Government of Bangladesh, in collaboration with Save the Children and UNAIDs, has estimated the TG or Hijra population from as low as 6,867 to the maximum of 10,199. According to the study maximum percentage of the Hijra (35%) are concentrated in Dhaka followed by Sylhet (17%) and Chattogram (16%). According to the study, a large percentage of the TG/hijra (77.7%) identified themselves as sex workers.

Report by Philip Gain, Arpita Das and Nurina Durba Gain | PDF: Bangla | English